বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

দেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 04:44 PM
Updated : 17 April 2015, 05:00 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এক বিবৃতিতে এই জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, “আশা করি, পাকিস্তানের বিপক্ষে আগামী ম্যাচগুলোতেও এই বিজয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট দল।”

টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান।

দলের আগের সর্বোচ্চও ছিল পাকিস্তানের বিপক্ষে, গত বছর এশিয়া কাপে করা ৩ উইকেটে ৩২৬ রান।

জবাবে ৪৫ ওভার ২ বলে ২৫০ রানে অলআউট  হয়ে যায় পাকিস্তান।  

এদিকে আলাদা বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।