‘সন্ত্রাসী’ ধরতে পুরস্কার ঘোষণা সাংসদের

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার উপর ‘হামলাকারী’ উজ্জ্বলকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 04:07 PM
Updated : 17 April 2015, 04:07 PM

শুক্রবার বিকালে শহরে সন্ত্রাস বিরোধী সমাবেশে এ ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এই সংসদ সদস্য।

এ সময় জেলায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করার আহবানও জানান তিনি।

আওয়ামী লীগের কারও সঙ্গে উজ্জ্বলের যোগাযোগ থেকে থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

এছাড়া তিনি উজ্জ্বলের ছোট ভাই পৌর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনকে দল থেকে বহিষ্কারের আহ্বান জানান।

সন্ত্রাসবিরোধী এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাবেক যুগ্ম-সম্পাদক তাজ মো. ইয়াছিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমূখ। 

সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী সমাবেশস্থলে পৌঁছলে এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে ‘সন্ত্রাসী’ উজ্জ্বলকে গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি দেওয়া হয়।

গত ৩১ মার্চ শহরের মেড্ডা বাজারে আওয়ামী লীগ নেতা অজিত কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করে দুবৃর্ত্তরা। পরে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এ ঘটনায় মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।