ভিন্ন পরিচয়েও গ্রেপ্তার এড়াতে পারলো না মাদক বিক্রেতা

ভিন্ন নাম ও ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন সময়ে কৌশলে মামলা এড়ানো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 01:53 PM
Updated : 17 April 2015, 01:53 PM

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খাতুনগঞ্জ পোস্ট অফিস গলি থেকে মো. জাবেদ নামে (৩৭) এক যুবককে গ্রেপ্তারের পর এই দাবি করেছে পুলিশ।

কোতোয়ালী থানার এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাবেদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, পাহাড়তলী ও ফেনী সদর থানায় বেশ কটি মামলা আছে।

“বিভিন্ন সময়ে জাবেদ গ্রেপ্তার হলেও বিভিন্ন নাম বলে পুলিশকে বিভ্রান্ত করত সে।”

এসআই উৎপল বলেন, ২০০৮ সালে জাবেদ ফেন্সিডিলসহ ফেনী সদর থানায় গ্রেপ্তার হওয়ার পর নিজেকে সেলিম নামে পরিচয় দেয়।

পরে মামলায় সে জামিনে ছাড়া পাওয়ার পর হাজিরা না দেওয়ায় আদালত তার বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

সেলিমের বিষয়ে পুলিশ প্রতিবেদন দেওয়ার পর ফেনী পুলিশ আবার সেলিমকে গ্রেপ্তার করলে ঘটনার সময় সে বিদেশে অবস্থান করছিল এমন কাগজপত্র দিয়ে মামলা থেকে খালাস পায়।

এছাড়া নগরীর পাহাড়তলী থানায় গ্রেপ্তারের পর জাবেদ নিজেকে দিদার বলে পরিচয় দেয়। এ ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা আছে বলে জানান তিনি।

জাবেদ বিভিন্ন সময়ে পুলিশের কাছে নিজের প্রবাসী ভাইয়ের নাম বলে বিভ্রান্ত করতো, যা তার পরিবারের সদস্যরা অবগত বলেও জানান এসআই উৎপল।