চট্টগ্রামের ব্যবসায়ীর লাশ গাইবান্ধার হোটেলে

গাইবান্ধা শহরে একটি আবাসিক হোটেল থেকে চট্টগ্রামের এক পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 01:46 PM
Updated : 17 April 2015, 01:46 PM

শুক্রবার দুপুরে নর্থ বেঙ্গল আবাসিক হোটেলে ফারুক মিয়ার (৪২) লাশ পাওয়া যায়।

ফারুক চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের তারা মিয়া ওরফে কালা মিয়ার ছেলে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

নর্থ বেঙ্গল হোটেলের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, গত বুধবার (১৫ এপ্রিল) রাতে ফারুক মিয়ার জন্য হোটেলের ৭২ নম্বর কক্ষ বরাদ্দ নেন গাইবান্ধার মটর শ্রমিক ইউনিয়নের সুপারভাইজার সমিতির আলাল মিয়া ও বাবু মিয়া নামে দুই শ্রমিক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টায় ফারুক মিয়া হোটেলের কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর আলাল ও বাবুকে সঙ্গে নিয়ে তিনি হোটেল থেকে বের হয়ে যান। আবার রাত সাড়ে ১১টা নাগাদ হোটেলে ফিরে আসেন।

গাইবান্ধা সদর থানার ওসি আহম্মেদ রাজিউর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মী কক্ষ পরিষ্কার করতে এসে দরজা ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে হোটেল ম্যানেজার আব্দুর রাজ্জাককে বিষয়টি জানান।

হোটেল ম্যানেজোন কক্ষের সামনে এসে ভিতরে টেলিভিশন ও বৈদ্যুতিক পাখা চলার শব্দ পান।

পরে তিনি পুলিশকে খবর দিলে দুপুর ১২টার দিকে কক্ষের দরজা ভেঙে মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়।