চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদলকর্মী নিহত

চট্টগ্রাম নগরীতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 11:42 AM
Updated : 17 April 2015, 11:42 AM

শুক্রবার দুপুরে বাকলিয়া থানার মিয়াখান নগর মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাছির উদ্দিন ওরফে কাউয়া নাছির (৪০) নগর পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী ও যুবদল নেতা মোর্শেদ খানের অনুসারী।

তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় ১০টির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে নিজ বাসার কাছে মোজাহেরুল উলুম মাদ্রার পাশের গলিতে দাঁড়িয়ে ছিল নাছির। এসময় তাকে লক্ষ্য করে কয়েকজন দুর্বত্তদের গুলি ছুড়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ওসি মহসিন বলেন, “নিজেদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় নাছিরকে হাসপাতালে আনা হয়। সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

“নাছিরের পেটে গুলির আঘাত ছিল।”

স্থানীয়রা জানান, যুবদলের সাবেক নেতা মোর্শেদ খানের অনুসারীদের দুটি পক্ষের মধ্যেন একটির নেতৃত্বে ছিল নাছির। আরেক পক্ষের নেতা খোরশেদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ ‍দিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল।

নাছিরের চাচাতো ভাই আব্দুন নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে নামাজের পর বাসার কাছে দাঁড়িয়ে ছিল নাসির। এসময় তাকে তিন চার জন যুবক পূর্ব শত্রুতার জের ধরে গুলি করে হত্যা করে।”