হাজি দানেশে সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনা তদন্তে কমিটি

দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে দুই ছাত্র নিহতের ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 08:27 AM
Updated : 17 April 2015, 08:27 AM

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরামর্শক অধ্যাপক শাহদাৎ হোসেন খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক আনিস খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ একটি মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উপাচার্য অধ্যাপক রুহুল আমিন বলেছেন, দুই ছাত্র হত্যার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দেই পক্ষের সংঘর্ষে মাহমুদুল হাসান মিল্টন ও জাকারিয়া নামে দুই ছাত্র মারা যান।

এদের মধ্যে জাকারিয়া দিনাজপুর শহরের বড় গুড়গোলা মহল্লার মোস্তাক আহমেদের ছেলে এবং মিল্টন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরী মাঝাপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

ময়নাতদন্ত শেষে তাদের মৃতদেহ শুক্রবার সন্ধ্যার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কোতয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানিয়েছেন।