চাঁদপুরে ১৮ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ১৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 06:49 AM
Updated : 17 April 2015, 06:49 AM

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালও জব্দ করে পুলিশ।

পরে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

তাদের ছয় জনকে এক বছরের ও ১১ জনকে দুই মাসের কারাদণ্ড এবং বাকি এক জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতিবছর মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচি ঘোষণা করে। এর আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় এই সময়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে।