যশোরে জোড়া খুন

যশোর সদরে দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 03:48 AM
Updated : 17 April 2015, 01:01 PM

শুক্রবার সকালে উপজেলার হাশিমপুর গ্রামের একটি খাল থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন হাশিমপুর গ্রামের মৃত আব্বাস তরফদারের ছেলে জয়নাল তরফদার (৩৯) ও একই গ্রামের আবজেল তরফদারের ছেলে লিটু তরফদার (২৩), যিনি জয়নাল তরফদারের মেয়ের দেবর।

যশোর কোতোয়ালি থানার ওসি আককাস আলী শিকদার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের সদস্যরা গ্রামের একটি শুকনো খাল থেকে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কারা কী কারণে তাদের হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওসি।

উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই হিমায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুকের গুলি ও দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহতদের শরীরে গুলি ও একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।

নিহত জয়নাল তরফদারের ভাই ইসলাম আলী তরফদার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে কিসমত নওয়াপাড়া বাজারে চা পান করছিলেন জয়নাল।

এ সময় মোবাইল ফোনে কল এলে তিনি রিসিভ করে কথা বলতে বলতে আড়পাড়ার দিকে চলে যান। যাওয়ার সময় তিনি সঙ্গে লিটুকে নেন। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুজনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

নিহত জয়নালের স্ত্রী আছিয়া বেগম অভিযোগ করেন, “আর কত বিচার চাইব, এর আগে আমাদের বাড়িতে বোমা হামলা হয়েছে, পুলিশকে জানানোর পর পুলিশ উল্টো আমাদের বাড়ি এসে হয়রানি করেছে।”

নিহত লিটুর বাবা আফজেল তরফদার বলেন, “ডিম ও ভুসি কেনার জন্য লিটুকে রাতে বাজারে পাঠিয়েছিলাম। সেখান থেকে জয়নাল লিটুকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে ফেরেনি।”