প্রার্থী নয়, সরাসরি দলকে ভোট: বিচারপতি রউফ

বাংলাদেশে নির্বাচনকে কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত করতে নির্বাচনী পদ্ধতি সংস্কারের ওপর জোর দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 08:03 PM
Updated : 16 April 2015, 08:03 PM

তার মতে, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া তুলে দিয়ে সরাসরি দলকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এই মত তুলে ধরেন ১৯৯১ সালের নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে থাকা এই বিচারপতি।

তিনি বলেন, “আমি মনে করি, বিদ্যমান নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। নির্বাচনে প্রার্থী মনোনয়ন ব্যবস্থা বদল করে দলকে ভোট দেওয়ার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। তা না হলে কালো টাকা ও প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন কোনোভাবে সম্ভব নয়।”

ইউরোপের বিভিন্ন দেশে এই পদ্ধতি থাকার কথা জানিয়ে বিচারপতি রউফ বলেন, “আমি এই বিষয়ে একটি পরিকল্পনা নির্বাচন কমিশনে রেখে এসেছিলাম। শুনেছি, এটি এখন সরিয়ে ফেলা হয়েছে।”

নির্বাচন কমিশনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বর্তমানে বিএনপি সমর্থিত শত নাগরিক কমিটির এই সদস্য বলেন, “আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় বলতে পারি, যতদিন পর্যন্ত নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রশাসন থেকে সরিয়ে ভোটারদের কাছে না দেওয়া হবে, ততদিন নির্বাচন সুষ্ঠু হবে না।”