কাগজের ব্যবহার কমাচ্ছে রবি

বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টদের মিটিংগুলোতে কাগজের ব্যবহার বন্ধ করার উদ্যোগ নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 07:27 PM
Updated : 16 April 2015, 07:27 PM

এই উদ্যোগকে বাস্তবায়ন করতে শ্রীলঙ্কার আয়রনওয়ান টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করেছে অপারেটরটি।

বৃহস্পতিবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি’র ৩.৫ জি ডাটা সার্ভিসের সাহায্যে আইপ্যাডের মাধ্যমে এই মিটিংগুলো করা হবে। পরিবেশ বান্ধব এই উদ্যোগের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ কমবে ।

এই ‘পেপারলেস মিটিং’ এর উদ্যোগ অন্যান্য করপোরেট কোম্পানিগুলোকেও উৎসাহিত করবে বলে আশা করছে রবি।

আয়রনওয়ান টেকনোলজিস হচ্ছে শীর্ষস্থানীয় একটি মোবাইল এবং এন্টারপ্রাইজ সার্ভিসেস সফটওয়্যার সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান।  এর অফিস মূলত যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াভিত্তিক হলেও সারা বিশ্বে ১৫টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে।