রাবি উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 03:24 PM
Updated : 16 April 2015, 03:24 PM

আওয়ামী লীগ নেতাকর্মীদের চাকরি দেওয়া না দেওয়া নিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে দলটির স্থানীয় এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় রাতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এ ব্যাপারে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নিন্দা জানায়।

অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার স্বাক্ষরিত প্রগতিশীল শিক্ষক সমাজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাদয়ের দপ্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ।

উপাচার্য মহোদয়ের সঙ্গে আচরণের ক্ষেত্রে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যথাযথ সম্মান প্রদর্শন ও দায়িত্বশীল আচরণ করা সমীচীন বলে মনে করেন তারা।

অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে ঢুকে তাকে মহানগর আওয়ামী লীগ নেতা কর্তৃক হুমকি ও লাঞ্ছনার ঘটনায় আমরা হতবাক হয়েছি।

তারা অনতিবিলম্বে এ জঘন্য ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।