কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 03:17 PM
Updated : 16 April 2015, 03:53 PM

মিরপুরের পাইকপাড়া থেকে গ্রেপ্তার এ এল এম কাওছার আহম্মদের বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে বলে মিরপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।

মিরপুর থানা বিএনপির সহসভাপতি কাওছার ঢাকা উত্তরে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের সময় তিনি নির্বাচনী জনসংযোগে ছিলেন বলে তার সঙ্গে থাকা বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

তিনি বলেন, “মধ্যপাইকপাড়া বড় মসজিদ থেকে আসরের নামাজ পড়ে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন কাওছার। হঠাৎ করেই পুলিশ তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। নিজেকে তিনি প্রার্থী বললেও পুলিশ কর্ণপাত করেনি।”

ওসি সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাওছার আহম্মদের নামে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। যেসব মামলার প্রত্যেকটিতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিএনপি নেতা কাওছার আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত প্রার্থী। এই ব্যানারেই সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।  

কাওছারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃর্শত মুক্তি দাবি করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এবং সদস্য সচিব শওকত মাহমুদ।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার বিভিন্ন মামলা মাথায় নিয়ে বিএনপি নেতারা ভোটে এলেও প্রচারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।

তবে পুলিশ বলেছিল, কোনো প্রার্থী আসামি হলে তার যদি আদালত থেকে জামিন না থাকে, তবে তারা গ্রেপ্তারের ক্ষেত্রে ছাড় দেবে না।

বিএনপি বলছে, তাহলে ভোটের সব প্রার্থীর প্রচারের সমান সুযোগ নিশ্চিত হবে না।

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় প্রার্থীদের মধ্যে কাওছারই প্রথম গ্রেপ্তার হলেন।