চট্টগ্রামে বাধার মুখে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের বাধার মুখে পড়েছিলেন জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 03:03 PM
Updated : 16 April 2015, 03:03 PM

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যান নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান ও অভিজিৎ বসাক।

বেশ কয়েকটি চালের আড়ত ঘুরে পাটজাত দ্রব্য দিয়ে প্রস্তুত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তার ব্যবহার দেখে তারা জরিমানা শুরু করেন।

এক পর্যায়ে একটি আড়তে গিয়ে আদালত পরিচালনায় বাধার সম্মুখীন হন দুই ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম জেলা প্রশাসকের লিয়াজোঁ অফিসার রাজীব উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পর একটি আড়তের কর্মচারীদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ায় তারা বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেটরা ওই এলাকা থেকে ফিরে আসেন।”

তিনি জানান, চাক্তাই এলাকায় পাঁচটি আড়তকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।