রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 01:08 PM
Updated : 16 April 2015, 01:08 PM

বৃহস্পতিবার বিকালে বিএসএমএমইউ’র নতুন উপাচার্য কামরুল হাসান খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে  অবহিত করেন।

আবদুল হামিদকে তারা জানান, দক্ষিণ কোরিয়ার সহায়তায় ১৩০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৭০০ শয্যার হাসপাতাল তৈরীর একটি প্রকল্প নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম উন্নত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি এসময় চিকিৎসা সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে নার্স ও মেডিকেল টেকনিশিয়ানদের মান বাড়ানোর ওপরও জোর দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।