ঘর দেবে মৃত্যু: ৪ লাশ দাফন বরগুনায়

রাজধানীর রামপুরায় ঝিলের উপর তৈরি টিনশেড বাড়ি দেবে নিহতদের মধ্যে চার জনের লাশ বরগুনায় দাফন করা হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 12:29 PM
Updated : 16 April 2015, 12:29 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে বরগুনা সদরের খাজুরতলা গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়।

এরা হলেন খাজুরতলা গ্রামের নিজাম খাঁ, তার স্ত্রী কল্পনা, ছেলের বউ অন্তঃসত্ত্বা রেক্সোনা বেগম ও নিজামের ভগ্নিপতি হারুন অর রশিদ।

এদের মধ্যে নিজাম খাঁ ধর্ষণসহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় ঝিলের উপর মাচা বানিয়ে তৈরি করা একটি টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায় জানান, ২০১২ সালের ৬ সেপ্টেম্বর রাতে নিজাম বরগুনার সোনালী পাড়ায় ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ করেছে।

ওই মামলায় অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক পুলক রায় আরও জানান, নিজাম খাঁ গ্রেপ্তারের ভয়ে প্রথম স্ত্রী কল্পনাকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে আখের রস বিক্রি করে সংসার চালাতেন।

তার ছোট স্ত্রী শেফালী বিয়ের পর থেকেই গৌরীচন্না বাবার বাড়ি থাকতেন। তার ওই স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে আছে। এছাড়া বড় স্ত্রী নিহত কল্পনার তিন ছেলে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।