বিকাশ কর্মীকে গুলি করে ছিনতাই চেষ্টা, আটক ৩

নীলফামারী সদরে বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন যুবককে আটক করেছে জনতা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 11:47 AM
Updated : 16 April 2015, 11:47 AM

বৃহস্পতিবার দুপুরে উত্তরা ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন দিনাজপুরের রাজবাড়ি গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে আহসানুল হাবীব (২৮), একই জেলার চিরিরবন্দরের নসরতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে সলিমুল্লাহ (২৩) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাকজানা কদ্দরপাড়া গ্রামের খালিদের ছেলে মামুন (২২)।

তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দুটি বিদেশি ধারালো অস্ত্র ও ছয়টি বিস্ফোরক উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ মিলন ও ধারালো অস্ত্রের আঘাতে আহত রকিকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, বেলা সাড়ে ১২টার দিকে বিকাশ পরিবেশক ‘মা মোবাইল মার্টের’ দুই কর্মী মিলন চন্দ্র রায় ও রফিকুজ্জামান রকি ২৫ লাখ টাকা নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী যাচ্ছিলেন।

পথে উত্তরা ইপিজেড মোড় সংলগ্ন রহিমা জামান ফিলিং স্টেশনের সামনে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ সময় মিলন ও রকির চিৎকারে স্থানীয়রা সড়কে অবরোধ দিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি রিভলবার, দুটি ম্যাগজিনে নয় রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও দুটি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ মিলন চন্দ্র বলেন, সৈয়দপুর থেকে ২৫ লাখ টাকা নিয়ে আসার পথে একটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীরা আমাদের পিছু নেয়।

“নীলফামারী উত্তরা ইপিজেড মোড় সংলগ্ন ফিলিং স্টেশনের কাছে আসলে ছিনতাইকারীরা আমার বাম হাতে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে,” বলেন তিনি।