জগন্নাথের উত্ত্যক্তকারী ছাত্রলীগকর্মীকে বহিষ্কার

বর্ষবরণ অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসে ছাত্রীদের উত্ত্যক্তকারী ছাত্রলীগকর্মী নাজমুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 07:15 PM
Updated : 15 April 2015, 07:15 PM

বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের জন্য নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ক্যাম্পাসে বর্ষবরণের অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে ফেরার সময় নাজমুল ছাত্রীদের উত্ত্যক্ত করলে তাকে মারধর করে বাস থেকে নামিয়ে দেন অন্য শিক্ষার্থীরা।

ওই সময় ছবি তোলার সময় এক সাংবাদিকদের হেনস্তা করেন নাজমুল ও তার সহযোগীরা।

এদিকে ওই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বুধবার প্রশাসনকে লিখিত অভিযোগ বলেছিল, নাজমুল তাদের সংগঠনের কর্মী নন।

এরপর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত এল; যাতে নাজমুলকে কর্মী স্বীকার করে নিয়েই বহিষ্কার করা হল।