শিবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির লাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও মাসুদপুর সীমান্তে দুই বাংলাদেশির লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিএসএফ সদস্যরা তাদের পিটিয়ে মেরেছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 05:33 PM
Updated : 15 April 2015, 05:33 PM

নিহতরা হলেন মোহাম্মদ হাকিম (৩৫) ও মোহাম্মদ শরীফ (২৫)। শরিফ মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের গুলাপের ছেলে। তারাপুর ঠুঠাপাড়া গ্রামের হাকিমের বাবার নাম সাহেব আলী (মৃত)।

বুধবার বিকালে ফতেপুর সীমান্তে হাকিমের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। তখন সীমান্ত রক্ষীরা গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে বলে বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানিয়েছেন।

অন্যদিকে মাসুদপুর সীমান্ত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরীফ।

এই দুজন চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়। তাদের লাশ পাওয়া গেছে সীমান্তের বাংলাদেশ অংশে।  

বিএসএফ সদস্যরা দুটি স্থানে তাদের পিটিয়ে হত্যার পর লাশ বাংলাদেশ অংশে ফেলে যায় বলে ধারণা করছেন বিজিবি সদস্যরা।

লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর সাংবাদিকদের বলেন, ঘটনা দুটি বিএসএফকে জানানো হয়েছে এবং বৃহস্পতিবার এনিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।