চাটমোহর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 03:20 PM
Updated : 15 April 2015, 03:20 PM

বুধবার বিকালে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে একথা জানানো হয়।

হিরা পাবনা জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে বিকালে একটি ফ্যাক্স বার্তায় উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের নির্দেশ আসে।

চলতি বছরের শুরুর দিকে নাশকতা মামলার ঘটনায় তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

এ বিষয়ে হাসাদুল ইসলাম হিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে মামলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সে মামলা থেকে সে মামলা থেকে তিনি আগেই খালাস পেয়েছেন।

তিনি বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে যাবেন। সেখানে সুষ্ঠু বিচার না পেলে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের শুরুর দিকে চাটমোহরে একটি অটোরিকশা পোড়ানোর মামলার আসামি হিরা। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

তবে, এরপর আদালতে মামলাটি কী অবস্থায় আছে তা তিনি বলতে পারেননি।