মন্দিরে অগ্নিসংযোগ: মামলা দায়ের, গ্রেপ্তার ২

নীলফামারীর ডিমলায় হিন্দুদের ভারতে তাড়ানোর হুমকির পোস্টার লাগিয়ে দুর্গা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত সমর্থক এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারীর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 12:31 PM
Updated : 15 April 2015, 12:31 PM

গ্রেপ্তারকৃতরা হলেন  উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোত্তালেব হোসন (৫৫) ও আজিজুল ইসলাম আজিজ (৩৫)।

মঙ্গলবার রাতে খালিশাচাপানী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার কর হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিমলা থানার ওসি রুহুল আমিন জানান, মঙ্গলবার ভোররাতে খালিশাচাঁপানী ইউনিয়নের কাকিনা চাঁপানী সর্বজনীন পুরাতন দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ ও পোস্টার লাগিয়ে হুমকি দেওয়ার ঘটনায় মন্দিরের সভাপতি নলিনী মোহন রায় বাদী হয়ে মঙ্গলবার বিকালে একটি মামলা দায়ের করেছেন।

“রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামায়াত সমর্থক ইউপি সদস্য মোত্তালেব হোসেন ও আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়।”

ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করায় রাত থেকে সেখানে চৌকিদারসহ পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।

মঙ্গলবার ভোররাতে দুস্কৃতিকারীরা কাকিনা চাপানী সার্বজনীর পুরাতন দুর্গা মন্দিরের দেওয়ালে হিন্দুদের ভারতে তাড়ানোর হুমকির পোস্টার লাগিয়ে মন্দিরে অগ্নিসংযোগ করে।