সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 12:07 PM
Updated : 15 April 2015, 01:37 PM

মঙ্গলবার সিঙ্গাপুরে ‘ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সিঙ্গাপুর’র প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ বাংলাদেশে এলএনজি টার্মিনাল ও কয়লা বিদ্যুতসহ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে আলোচনায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করে এ লক্ষ্যে জ্বালানি খাতের ভূমিকার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।