‘নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চলবে’

নাশকতাকারীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 11:56 AM
Updated : 15 April 2015, 11:56 AM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনের নামে দীর্ঘদিন যাবত দেশব্যাপী চালানো নাশকতামূলক কর্মকাণ্ড এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

তাই এখন থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে যারা অংশ নিয়েছিল তাদের আইনের আওতায় আনতে দেশব্যাপী যৌথ অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন যতদিন চাইবে, বিজিবি ততদিন এ কাজে তাদের সহযোগিতা করবে বলে জানান তিনি।

“আমাদের ভুলে গেলে চলবে না যে, যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা সন্ত্রাসী। তাদের অব্যশই আইনের আওতায় আনতে হবে,” বলেন মেজর জেনারেল আজিজ।

মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা প্রদানে বিজিবির টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, র‌্যাব-১২ এর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, বিজিবি রংপুর ডিভিশনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান প্রমুখ।