উল্টোপথে ট্রেন: চালক ও সহকারী রিমান্ডে

রাজবাড়ীতে উল্টোপথে ট্রেন চলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রেনের চালক ও সহকারী চালককে দুই দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 11:16 AM
Updated : 15 April 2015, 11:16 AM

বুধবার রাজবাড়ীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু হাসান খায়রুল্লাহ এ আদেশ দেন।

এর আগে তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করা হয়।

সোমবার চালক মোহাম্মদ আলী, সহকারী চালক ফয়সাল আহমেদ ও গার্ড সুভাষ চন্দ্র শর্মাকে গ্রেপ্তার করে  রেলওয়ে পুলিশ।

বুধবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আলী ও ফয়সালকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রাজবাড়ী থেকে ফরিদপুরগামী ৭৮৩ নম্বর আপ ট্রেন রোববার চালক ও গার্ড ছাড়াই উল্টোপথে প্রায় ২৬ কিলোমিটার পথ পার হয়।

ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, চালক ইঞ্জিন চালু রেখে চা খেতে নিচে নেমেছিলেন, গার্ডও তখন ট্রেনে ছিলেন না। এ সময় হঠাৎ করেই ট্রেনটি ফরিদপুরের দিকে না গিয়ে উল্টোপথে কুষ্টিয়ার দিকে চলা শুরু করে।

পরে টিকিট কালেক্টর আনোয়ার হোসেন ইঞ্জিন ও বগির মাঝখানের ভ্যাকুয়াম পাইপ (ব্রেকের পাইপ) খুলে ট্রেন থামান।

রেলওয়ের পাকশী বিভাগ তাৎক্ষণিকভাবে ট্রেনের চালক মোহাম্মদ আলী ও গার্ড সুভাস চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করে। জেলা প্রশাসন, রেলওয়ের পাকশী বিভাগ ও রেল পুলিশ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘটনায় সোমবার রাজবাড়ীর স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান চালক মোহাম্মদ আলী, সহকারী চালক ফয়সাল আহমেদ ও গার্ড সুভাষ চন্দ্র শর্মাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।