কক্সবাজারে হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি ও রেজু খালের মাঝামাঝি পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে বন্য হাতির আক্রমণে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2015, 04:13 AM
Updated : 2 April 2015, 04:13 AM

মানবপাচারের খবর পেয়ে বুধবার রাত ৩টার দিকে ওই এলাকায় বিজিব সদস্যরা অভিযানে যান বলে বাহিনীর কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান।

নিহত হাবিবুর রহমান ১৭ বিজিবির ল্যান্সনায়েক ছিলেন। তার বাড়ি ঝালাকাঠি জেলার পূর্ব চাদকাঠি এলাকায়।

বিজিবির সেক্টর কমান্ডার জানান, এ ঘটনায় আরো কয়েকজন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযানে যাওয়া অন্য বিজিবি সদস্যদের বরাত কর্নেল খালেকুজ্জামান বলেন, “রাতে মালয়েশিয়ায় মানবপাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজু খালের কাছে পাহাড়ি এলাকায় অভিযানে যায়। এ সময় একদল বন্য হাতি তাদের আক্রমণ করলে অন্য সদস্যরা পালাতে পারলেও হাবিবুর নিহত হন।” 

ভোরের দিকে হাবিবুরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। 

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়। পরে সকালে কক্সবাজার বিজিবি ক্যাম্প মাঠে জানাজা শেষে হাবিবুরের মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়।