মেঘনায় ট্রলারে বাল্কহেডের ধাক্কায় নিহত ১, নিখোঁজ ১৫

গজারিয়ার ভাসানচরের কাছে যাত্রীবাহী ট্রলারে বাল্কহেডের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 07:32 PM
Updated : 1 April 2015, 07:32 PM

দুর্ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে গজারিয়ার ছোট ভাষানচরে মেঘনাতীরে দুর্ঘটনাকবলিত যানদুটি ভাসমান অবস্থায় রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার মা-বাবার দোয়া নামে বাল্কহেডটি বালুভর্তি করে ঢাকার দিকে যাওয়ার পথে রাত ৮টার দিকে বিপরীতমুখী যাত্রীবাহী ট্রলারের মাঝ বরাবর ধাক্কা দেয়।

ওই ট্রলারে তখন ৭৫ জনের মতো যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাল্কহেটের সামনের অংশ ট্রলারের সঙ্গে গেঁথে গেলে চালক ও স্টাফরা এটি ফেলে পালিয়ে যায়।

ট্রলারের যাত্রী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পিয়াস (২৫) জানান, তারা মেঘনা-গোমতী সেতুর (দাউদকান্দি সেতু) বাউশিয়ার লঞ্চঘাট থেকে ট্রলারে করে চাঁদপুরের বেলতলীর লেংটার মেলায় যাচ্ছিলেন।

অনেকেই সাঁতরে তীরে ভিড়তে সক্ষম হলেও পিয়াসের তিন বছরের ভাতিজিসহ বাকি যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

ঘটনাস্থলে গজারিয়া থানার এসআই মো. হাবিবুর রহমান রাত সোয়া ১২ টায় জানান, গজারিয়ার ভাষানচর, কুমিল্লার মোল্লাকান্দি এবং চাঁদপুরের নবীপুরার মোহনায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, দুর্ঘটনা যে জেলায় ঘটুক না কেন নিখোঁজদের উদ্ধারে সবরকম চেষ্টা চলছে।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস তলবসহ সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।