কোটা পদ্ধতি বাতিল চান মতিন খসরু

কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 06:29 PM
Updated : 1 April 2015, 06:29 PM

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার অংশ নিয়ে মতিন খসরু বলেন, “মেধার বিকল্প কোটা হতে পারে না। আমি কুমিল্লার মানুষ হিসেবে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই কোটা নয়, মেরিট চাই।”

তবে মতিন খসরু কোন ক্ষেত্রে কোটা বাতিল চান সেটা নির্দিষ্ট করে বলেননি।

তার বক্তব্যের সময় পাশ থেকে কয়েকজন কথা বললে মতিন খসরু বলেন, “আমারটা আমি বলেছি। আপনাদেরটা আপনারা বলবেন।”

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সন্ত্রাসী আখ্যায়িত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা কোন রাজনীতিক নয়, সন্ত্রাসী। খালেদা জিয়ার সঙ্গে আপোষ মানে গণতন্ত্রের মৃত্যুতে দস্তখত করা।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যা করছেন, তা গণতন্ত্রের সজ্ঞায় পরে না। যুদ্ধের সঙ্গেও পরে না। যুদ্ধেও কিছু নিয়ম কানুন, মানবিক দিক মানা হয়, কিন্তু খালেদা তা মানেন না।

সংলাপ  প্রসঙ্গে ইনু বলেন, “মানবের সঙ্গে  দানবের কোন দিনই সংলাপ হয় না। সন্ত্রাসীর সঙ্গে গণতন্ত্রের সমঝোতা হয় না। তাই সংলাপের নামে খালেদা জিয়ার সঙ্গে কোন আপস হতে পারে না। ”