২১ অগাস্ট মামলার আসামি রিমান্ডে

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ও হরকাতুল জিহাদের সদস্য হোসাইন আহমেদ তামিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাবাদে সাত দিন সময় পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 05:58 PM
Updated : 1 April 2015, 05:58 PM

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ আদেশ দেন।

এর আগে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন।

নথিপত্র থেকে জানা গেছে, গত ২৪ মার্চ নাজিমউদ্দিন রোডের বিশেষ আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণের দিনে আসামি হোসাইন আহমেদ তামিমকে অন্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয়।

তবে তামিম প্রিজনভ্যান থেকে নেমে কাগজপত্র আনার নাম করে কবির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ নিয়ে আদালতে প্রবেশ করতে যান।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে ব্যাগ তল্লাশি করে তা থেকে কেচি, হেকস ব্লেড, চুম্বক, কালো কাপড়, রেডিও, মোবাইল সেট, বিভিন্ন সিমসহ আরও জিনিসপত্র উদ্ধার করে।

পরে ওইদিনই রাজধানীর চকবাজার থানায় এসআই আবু জাফর মো. মাহবুবুল কবির বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।