মন্ত্রীদের বক্তব্যের নোট নিতে অবহেলা

আইনসভায় সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেওয়ার সময় নোট নেওয়া বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবহেলার বিষয়টি নজরে এসেছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 04:39 PM
Updated : 1 April 2015, 04:39 PM

বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরের জবাব দিতে গিয়ে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরে এই বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে দেন।

শেখ হাসিনা বলেন, মন্ত্রীরা যখন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন সেখানে অনেক প্রতিশ্রুতি থাকে, দিক-নির্দেশনাও দেন। যখন যে মন্ত্রী প্রশ্নের উত্তর দেন তখন সংশ্লিষ্ট কর্মকর্তা সংসদে উপস্থিত থেকে নোট নেবেন, এটাই ‘পার্লামেন্টারি প্র্যাকটিস’।

ওই সব বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদের ওই আলোচনাও বিবেচনায় নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “এখানে (সংসদ) কিছু কিছু নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে অবহেলার শিকার হয়। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেওয়ার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, “মন্ত্রীরা যখন আমাদের প্রশ্নের জবাব দেন তখন এখানে নোট নেওয়ার জন্য কোনো কর্মকর্তা উপস্থিত থাকে না। মন্ত্রীরা যখন কথা বলে সেগুলো নোট না নিলে কিভাবে হবে।”

এসময় কয়েকজন টেবিল চাপড়ে তার বক্তব্যের সমর্থন জানান।

শেখ হাসিনাও তার বক্তব্যে ফখরুল ইমামের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।