বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে জলদস্যু বলে দাবি করছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 03:59 PM
Updated : 1 April 2015, 03:59 PM

বুধবার সন্ধ্যায় কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ (৩৫) মংলা উপজেলার মিঠাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

তিনি রামপাল উপজেলার কাটাখালী গ্রামের মামার বাড়িতে থাকতেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবনের জলদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপপ্রধান কামরুল শেখের নেতৃত্বে ৮-৯ জনের একটি দল সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিতে রামপালের কাটাখালী এলাকায় অবস্থান করছিল।

গোপন এ সংবাদ পেয়ে র‌্যার-৮ এর একটি দল সেখানে অভিযানে যায়।

জলদস্যু কামরুল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে সাতটা ৩৫ মিনিট পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

এক পর্যায়ে কামরুল বাহিনী পিছু হটলে র‌্যাব সেখানে তল্লাসি চালিয়ে কামরুলে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে স্থানীয় গ্রামবাসী এসে জলদস্যু কামরুলকে সনাক্ত করে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আটটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫০টি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাটের রামপাল ও খুলনার দাকোপ থানায় সুন্দরবনের জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটা রাইফেল এবং একটি বিদেশি এয়ারগান। এছাড়া বিভিন্ন ধরনের ৫০টি গুলিও রয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।