মুহিতের ভুল স্বীকার

প্রকল্পের অর্থ ছাড় নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে পড়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের ভুল স্বীকার করেছেন।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 03:25 PM
Updated : 1 April 2015, 03:29 PM

মঙ্গলবার সংসদে ওই আলোচনার পর বুধবার মুহিত সংসদে বললেন, “গতকাল যে আলোচনা হয়েছে, তার সম্পূর্ণটা সঠিক ছিল না।

“প্রকল্পটি আমাদের সরকারের গত মেয়াদে নেওয়া হয়েছিল। ২০১৩ তে সেটা শেষ হওয়ার কথা ছিল। পরে সেটা ডিসেম্বর, ১৫ পর্যন্ত বর্ধিত করা হয়। ওই বরাদ্দের প্রায় সবটুকুই খরচ হয়ে গেছে। অল্প কিছু আছে সেটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে।”

মঙ্গলবার সংসদে নির্বাচনী এলাকার রাস্তা নির্মান ও সংস্কারের প্রকল্পের টাকা ছাড় নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে অর্থমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় সংসদ সদসস্যের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী।

মুহিত দাবি করেন, ওই প্রকল্পের টাকা ছাড় দেওয়া হয়েছে এবং তিনি নিজেও পেয়েছেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও  জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম অর্থমন্ত্রীর ‘ভুল’ ধরিয়ে দিলেও মুহিত নিজের জায়গায় অনড় থাকেন। 

তবে বুধবার মুহিত বলেন, “নতুন প্রকল্পটি আজকে সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় পেয়েছে। সেটির এস্টিমেটেড বাজেট ৬ হাজার ১৭৪ কোটি ৯০ লাখ টাকার। এটি একনেকে গেছে। অনুমোদন পাওয়ার পর কাজ হবে। আর গতটা ছিল ৯৭৩ কোটি টাকার।”