ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার

চার মাস বন্ধ থাকার পর শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 03:14 PM
Updated : 1 April 2015, 03:14 PM

বুধবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম।

তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তে জনানো হয়, আগামী শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) সকল ক্লাশ-পরীক্ষাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলেও তিনি জানান।

গত বছর ৩০ নভেম্বর বাস দুর্ঘটনায় এক ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।