অটিজম দিবসে জাতিসংঘে সায়মার ব্যস্ত সূচি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেবেন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 11:14 AM
Updated : 1 April 2015, 11:23 AM

অটিজম নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করে আসছে জাতিসংঘ।

অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা মানসিক স্বাস্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার পর সেখানেই কর্মরত আছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের বিশেষ কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার জাতিসংঘে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখবেন সায়মা ওয়াজেদ হোসেন।

ওই আলোচনায় অংশ নেবেন জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুনটেক, অটিজম স্পিকসের প্রতিষ্ঠাতা সুজান রাইট ও বব রাইট।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন এবং কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ আল-থানী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।

আশরাফুল আলম জানান, ‘কর্মসংস্থান: অটিজম সুবিধা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাতেও অংশ নেবেন সায়মা ওয়াজেদ।

জাতিসংঘের মহাসচিব বান কী-মুন এবং কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গালাচও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

দুটি প্যানেল আলোচনা সভার সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। দুটি আলোচনা অনুষ্ঠানই জাতিসংঘের ইউএন ওয়েভ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।