আশুলিয়ায় বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন ধরলে ভেতরে ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 10:39 AM
Updated : 1 April 2015, 10:39 AM

বুধবার ভোরে নিরিবিলি এলাকায় ওই ঘটনার সময় বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল।  

দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেয় বলে চালকের সহকারী দাবি করলেও পুলিশের দাবি রাস্তার পাশে রাখা আবর্জনা থেকে আগুন ধরেছে।

বাস চালকের সহকারী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ৪/৫ জন লোক হঠাৎ তাদের বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি বাস থেকে লাফিয়ে পড়েন।

ওই সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক নান্নুর হাত-পা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভানোর আগে বাসের ভিতরের অংশ পুড়ে যায়।

হাবিবুর বলেন, তাদের চিৎকারে লোকজন ছুটে এসে নান্নুকে উদ্ধার করে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রথমে স্বীকার করেননি আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল।

পরে তিনি বলেন, রাস্তার পাশে রাখা ময়লা আবর্জনার স্তূপ থেকে আগুন ধরে বাসটি সামান্য পুড়ে গেছে।