চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবি: আরও একজনের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 07:41 AM
Updated : 1 April 2015, 07:41 AM

নিহত জোনাব আলী (৫৫) শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের ইসহাক আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি মঈনুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাখের আলী এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা পদ্মায় লাশটি ভাসতে দেখে খবর দিলে নিহতের আত্মীয়স্বজন তা উদ্ধার করে বলে শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেকের বরাত দিয়ে জানান তিনি।

সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এলাকায় পদ্মায় এ দুর্ঘটনার পর এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হলো।

এ ঘটনায় নিশাত (৫) নামে উপজেলার দশ রশিয়া গ্রামের নাসিরুদ্দীনের ছেলে এখনও নিখোঁজ রয়েছে।

এর আগে মঙ্গলবার ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর মধ্যপাড়ার আরশাদ আলীর মেয়ে সুমি আক্তার (১৬) এবং ভবানীপুর দাইসাপাড়া গ্রামের আজিজুল হকের মেয়ে তাজরীন খাতুনের (১১) লাশ উদ্ধার করে।

সোমবার শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা উপজেলার খাঁকচাপাড়া থেকে মনোহরপুরে যাওয়ার সময় সন্ধ্যায় সেটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ওই সময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও চারজন নিখোঁজ ছিল, যাদের মধ্যে শিশু নিশাত ছাড়া বুধবার পর্যন্ত তিনজনের লাশ পাওয়া গেল।