মেহেরপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে, গুলি করে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলায় ছাত্রদলের এক স্থানীয় নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 06:26 AM
Updated : 1 April 2015, 06:26 AM

বুধবার সকাল ৬টার দিকে চরগোয়াল গ্রামে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান। 

নিহত হাসের আলী (৩০) উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা সাদিমান মিয়াও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।   

গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আমজাদ হোসেনের অভিযোগ, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ হাসেরকে হত্যা করেছে।

তবে এ অভিযোগ নাকচ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। হাসের ২০১২ সালে একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তার জের ধরেই কে বা কারা তাকে হত্যা করেছে। সে ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল না।”

নিহতের ভাই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসের মটরসাইকেলে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত হরে। তারপর গুলি করে হত্যা করে।

হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ করেছেন নিহতের ভাই। 

ওসি আকরাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

“হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”