গাইবান্ধায় জমি নিয়ে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সহযোগীদের নিয়ে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 03:03 AM
Updated : 1 April 2015, 03:03 AM

নিহত আতোয়ার রহমান (৫৫) উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাতে নিজের বাড়িতে তার ওপর এ হামলা হয় বলে সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান।

হত্যাকাণ্ডের পর থেকে আতোয়ারের চাচাতো ভাই সাবেক সেনা সদস্য আব্দুর রহমানসহ অন্যরা পালিয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতোয়ার ও তার চাচাতো ভাই রহমানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আতোয়ারের ছোটভাই আশেক আলীর (৪০) সঙ্গে রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশেককে মারপিট করে রহমান।

“পরে রাত পৌনে ৯টার দিকে আতোয়ার ও তার ছেলে রাশেদুল ইসলাম বাড়িতে আসলে মারপিটের ঘটনা নিয়ে রহমানের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রহমান ও তার লোকজন লাঠি, লোহার রড দিয়ে আতোয়ার ও রাশেদুলকে এলোপাতাড়ি পেটায়।”

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রহমান ও তার সহযোগীরা পালিয়ে যায়।

আহত বাবা-ছেলেকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে আতোয়ার মারা যান।