ওয়াশিকুর হত্যার প্রতিবাদ নিউইয়র্কে

অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 05:42 PM
Updated : 31 March 2015, 05:42 PM

স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে সম্মিলিত সাংসস্কৃতিক জোটের ব্যানারে এক মানববন্ধনে এই বিক্ষোভ হয়।

এতে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা মিথুন আহমেদ বলেন, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর সুগভীর চক্রান্তে লিপ্তরাই এসব করছে। এদেরকে এক্ষুণি নিশ্চিহ্ন করা সম্ভব না হলে ‘গণতান্ত্রিক বাংলাদেশ’ থমকে দাঁড়াবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জাকারিয়া চৌধুরী, শরীফ শাহাবউদ্দিন, অধ্যাপিকা হুসনে আরা বেগম, নিনি ওয়াহেদ, লুৎফুন্নাহার লতা, আকবর হায়দার কিরন, মুজাহিদ আনসারী, মিনহাজ সাম্মু, আবুল হাসিব মামুন, অধ্যাপক হুসাইন কবীর, শিবলী সাদিক, গোপাল সান্যাল, ও সরাফ সরকার।