বঙ্গভবন, সংসদে বিদ্যুৎ বিভ্রাট

সঞ্চালন লাইনের ত্রুটি দেখা দেওয়ায় সন্ধ্যার পর বঙ্গভবন ও সংসদ ভবনসহ ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 04:33 PM
Updated : 31 March 2015, 04:33 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে হরিপুরে ১৩২ কেভি লাইনে ত্রুটি দেখা দিলে সিদ্ধিরগঞ্জের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।

“এসময় ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু জায়গায়ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।”

তবে আধাঘণ্টা পরেই আবার বিদ্যুৎ ফিরতে শুরু করে এবং দেড়ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান এই কর্মকর্তা।

সন্ধ্যা ৭টার দিকে মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ ভবনে বিদ্যুৎ বিঘ্ন ঘটে বলে জানান সংসদ ভবনের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) মো. আনোয়ার হোসেন।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদ ভবনে তার কার্যালয়ে ছিলেন।

আনোয়ার হোসেন বলেন, “গ্রিড ফেল করার কারণে এ ঘটনা ঘটে। তবে কয়েক সেকেন্ডের মধ্যে সংসদের জেনারেটর চালু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”

এছাড়া বঙ্গভবন এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও বিদ্যুৎ বিপর্যয়ের খবর পাওয়া গেছে। এ কারণে কিছু সময়ের জন্য এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর বাছাইপর্বের খেলা বন্ধ থাকে।