জাতীয় মহিলা সংস্থায় আরও দুই বছর মমতাজ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমকে আরও দুই বছরের জন্য একই পদে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 01:54 PM
Updated : 31 March 2015, 01:54 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গত ১১ মার্চ থেকে পরবর্তী দুই বছরের জন্য মমতাজকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকার ইচ্ছে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। এছাড়া অধ্যাপক মমতাজও যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

২০১১ সালের ১৪ মার্চ অধ্যাপক মমতাজকে অবৈতনিক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ করা হয়। এরপর ২০১৩ সালের ২২ মে তার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়। এনিয়ে দ্বিতীয় দফার তার মেয়াদ বাড়ল।

নারীর শিক্ষা, অধিকার ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য অধ্যাপক মমতাজ ২০১৪ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন। তিনি শিক্ষকতা করেছেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে।

এর আগে বাংলাদেশ মহিলা সমিতি, নারী প্রগতি সংঘ, জাসদ, নৌ কমান্ডো ও নারী ফাউন্ডেশনের সম্মাননাও পেয়েছেন অধ্যাপক মমতাজ।