ব্লগার ওয়াশিকুর হত্যায় ফ্রান্সের নিন্দা

ফ্রান্স সরকারের এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 10:52 AM
Updated : 31 March 2015, 10:52 AM

“অনলাইনসহ সবক্ষেত্রে মতপ্রকাশ ও বাক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করছে ফ্রান্স,” বলা হয়েছে বিবৃতিতে।

সোমবার ওই হত্যাকাণ্ডের পর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে নিন্দা জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক-ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার এক মাসের মাথায় সোমবার একইভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ওয়াশিকুরকে।

অভিজিতের হত্যাকারীদের শনাক্তে এখনো কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।  

তবে সোমবার সকালে তেজগাঁওয়ে নিজের বাসার কাছে ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় দুই মাদ্রাসাছাত্রকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এর আগেও বাংলাদেশে মুক্তমনা লেখক ও ব্লগারদের ওপর হামলা হয়েছে, যাতে উগ্র মৌলবাদীদের সংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে।