গাইবান্ধায় পেট্রোল বোমাসহ আটক ৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চারটি পেট্রোল বোমাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 10:31 AM
Updated : 31 March 2015, 10:31 AM

মঙ্গলবার দুপুরে ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার এলাকায় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উল্লাবাজারের জাহাঙ্গীর আলম শাহীন (৪০), শরিফ আল হাসান (২৮), আবু সাঈদ বাবু (২২), উত্তর উল্যা গ্রামের ফারুক হোসেন (২৫), আব্দুল জলিল (৪৫) ও সাংকিভাঙ্গা গ্রামের খাজা মিয়া।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল বলেন, জাহাঙ্গীর আলম শাহীনের নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ভুয়া দলিল তৈরি করে বিভিন্ন ব্যক্তি ও রেলওয়ের জমি দখলসহ ভরতখালি ও জুমাবাড়ী ইউনিয়নে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে আসছে।

সাঘাটা থানার ওসি  রফিকুল ইসলাম জানান,  সকালে ওই গ্রুপটি দেশি অস্ত্রে সজ্জিত হয়ে উল্যাবাজার এলাকায় ভরতখালী ইউনিয়ন পরিষদের একটি জলাশয় দখল করতে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে তারা শাহীনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

ওসি বলেন, “পরে গ্রামবাসী বাড়িটি ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহীনের বাড়ি তল্লাশি চালিয়ে চারটি পেট্রোল বোমাসহ ছয় জনকে আটক করে।”

এ সময় অন্যরা পালিয়ে যায় বলে জানান তিনি।