কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 10:22 AM
Updated : 31 March 2015, 10:22 AM

মঙ্গলবার এ হামলায় আহতরা হলেন চল্লিশপাড়া গ্রামের সোলেমানের ছেলে বাবু শেখ (২৪) ও হানিফ মিয়ার ছেলে কাসেম (২৩)।

তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কমান্ডার আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে বাবু ও কাশেম সীমান্ত পার হয়ে ভারতের জলঙ্গী থানা এলাকায় গরু আনতে যান।

ভোরে গরু নিয়ে ফেরার সময় সীমান্ত পার হলে ৪৩ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় ঘটনাস্থলেই বাবু শেখ ও কাশেম গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ ভুখণ্ডের ভেতর কিছুদূর আসার পর মাটিতে পড়ে যান।

এরপর স্থানীয়রা তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন।