শিশুকে ধর্ষণ-হত্যা: দুই জনের ফাঁসি

তিন বছর আগে স্কুলপড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুই যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 09:39 AM
Updated : 31 March 2015, 09:39 AM

আসামিদের উপস্থিতিতে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের আলী হোসেন (২৫) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের মামুদ হোসেন মাবুদ (২৫)।

মামলার অন্য একটি ধারায় দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে এ আদালতের পিপি জি এম খান পাঠান বিমল জানান।

মামলার বিবরণে জানা যায়, অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ২০১২ সালের ১৩ জুন বাড়ি থেকে গরু আনতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে গ্রামের পাটক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে পরদিন আলী হোসেন ও মামুদ হোসেনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা করেন।

পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করলে তারা মেয়েটিকে ধর্ষণ এবং পরে ধান কাটার কাস্তে দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করে। তদন্ত শেষে ওই বছরের ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি জানান, ধর্ষণ ও হত্যার ওই ঘটনা ‘অত্যন্ত রোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক ও নারকীয়’ বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।