কক্সবাজারে ‘শীর্ষ মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলায় মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 03:52 AM
Updated : 31 March 2015, 03:52 AM

গ্রেপ্তার মোহাম্মদ আলী ওরফে পাখী (৩১) কুতুবদিয়ায় অর্ধশতাধিক মালয়েশিয়াগামী যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা মামলার আসামি।

গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে ঈদগাঁও স্টেশনে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

তার বাড়ি ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার বিসিক শিল্প নগরী এলাকায়। পাখীর বিরুদ্ধে

তিনটি মানবপাচার মামলাসহ হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের মতো অপরাধের অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

ওসি দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীর্ষ মানবপাচারকারী পাখী বাসে করে পালিয়ে যাচ্ছে- খবর পেয়ে বাসটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গত ২৯ জানুয়ারি সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া রওনা দেয়ার সময় অর্ধশতাধিক আরোহী নিয়ে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে খুদিয়ার টেক পয়েন্টে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ৪৩ জনকে জীবিত উদ্ধার করে।

পরদিন ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে আট জনের লাশ উদ্ধার হয়। ট্রলারটিতে অন্তত ৬০জন ছিলেন উদ্ধারকৃতরা জানিয়েছিলেন।  

এ ঘটনায় ৩০ জানুয়ারি ১১ ‘দালালকে’ আসামি করে কুতুবদিয়া থানায় মানবপাচার আইনে একটি মামলা করে পুলিশ।