চট্টগ্রামের সাংবাদিক আলী হায়দারের মৃত্যু

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম ব্যুরো প্রধান শেখ আলী হায়দার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 05:42 PM
Updated : 30 March 2015, 05:42 PM

সোমবার বেলা পৌনে ২টার দিকে আলী হায়দার (৫৫) মারা যান বলে বণিক বার্তার চট্টগ্রাম কার্যালয়ের উপ-ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “গত ১৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৩ মার্চ ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।”

শেখ আলী হায়দার দুই কন্যা সন্তানের জনক। তার জন্ম বাগেরহাট জেলায়।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী থাকা অবস্থায় চাকরি নেন স্টিল মিলে, চাকরি জীবনে ছিলেন স্টিল মিলের অন্যতম শ্রমিক নেতা।

১৯৯৭ সালে স্টিল মিল বন্ধ হয়ে গেলে দৈনিক ঈশানে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির স্নাতকোত্তর ডিগ্রিধারী আলী হায়দার। এরপর তিনি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ছিলেন।

চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন আলী হায়দার। পরে তিনি দৈনিক বণিক বার্তার ব্যুরো প্রধানের দায়িত্ব নেন।

সাংবাদিক আলী হায়দার একসময় রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।