চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-মেয়েসহ ৪ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-মেয়েসহ চার জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন একজন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 04:05 PM
Updated : 30 March 2015, 04:05 PM

সোমবার বিকালে শিবগঞ্জ ও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী রাধাকান্তপুর গ্রামের মোফাজ্জাল বিশ্বাসের ছেলে সাইদুর রহমান (২৫), সদরের নারায়ণপুর ইউনিয়নের সসূর্য্যনায়ণপুর সোনার্দিচরের আশরাফুলের স্ত্রী ফুলেরা বেগম (৩৫), মেয়ে ববিতা (৯) এবং ছভানিয়া গ্রামের এনামুল হকের স্ত্রী রেডিনা বেগম (৫০)।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, বজ্রপাতে আহত সাইদুরকে নিয়ে তার স্বজনরা হাসপাতালে আসেন। এর আগেই সাইদুরের মৃত্যু হয়।

এছাড়া  সদর উপজেলা কালিনগর গ্রামের বিসারত আলীর স্ত্রী সমেরা বেগম (৩৫) আহত হয়ে হাসপাতালে আসলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর কবির জানান, বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ফুলেরা বেগম ও তার মেয়ে ববিতা।

সদরের সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক জানান, বিকালে বাড়ির উঠোনে কাজ করার সময় রেডিনা বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।