ঝিনাইদহে পানের বরজে অগ্নিকাণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিরাট এলাকার পানের বরজ পুড়ে গেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 01:54 PM
Updated : 30 March 2015, 03:20 PM

সোমবার বিকালে রায়গ্রাম ঘোষপাড়ায় এ অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সামছুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে রায়গ্রাম ঘোষপাড়া মাঠের পানের বরজে আগুন ধরে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই প্রায় ২৩ বিঘা জমির পান বরজে আগুন ছড়িয়ে পড়ে। 

পরে কালীগঞ্জ ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন রবিন ঘোষ, সুনীল ঘোষ, ভোলানাথ ঘোষ, বিপ্লব ঘোষ, সুবল সমাদ্দার, সাধন ভট্টাচার্য, অন্ন দাস, ধীরেন দাস, তরুণ ঘোষ, জগবন্ধু দাস, বলরাম দাস, মাধাই দাস, উত্তম দাস, সমির ঘোষ, নারায়ণ সমাদ্দার, সুবির সমাদ্দার, কার্তিক দত্ত, পবন দত্ত, বলাই দত্ত ও রামচন্দ্র ঘোষ।

ক্ষতিগ্রস্ত চাষি নারায়ণ সমাদ্দার বলেন, তিনি বরজে কাজ করতে আসছিলেন। এ সময় বরজে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন।

তবে কী কারণে আগুন ধরেছে তা তিনি বলতে পারেননি।

আগুনে তাদের অন্তত ৫০ লাখ টাকা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ও রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন।