বাউবির এইচএসসিতে পাশ ৭০ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 11:57 AM
Updated : 30 March 2015, 11:57 AM

সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। পাশের হার শতকরা ৭০ দশমিক ০৪ ভাগ।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ২ জন এ +, ৩৬৮ জন এ, ২ হাজার ৫৬২ জন এ -, ৭ হাজার ৯০৭ জন বি, ২০ হাজার ৭৪৭ জন সি এবং ৫ হাজার ৯৬০ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

গত বছর ১৭ অক্টোবর পরীক্ষা শুরু হয়ে ৬ ডিসেম্বর শেষ হয়।

ফলাফল বাউবির সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা জয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জিপিএ bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11 digits without any space, for example 12011811001)  লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।