গাজীপুরে হাসপাতালে অভিযান, দণ্ডিত ৪

গাজীপুরে অনুমোদনহীন একটি বেসরকারি হাসপাতাল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 11:29 AM
Updated : 30 March 2015, 11:29 AM

সোমবার দুপুরে শহরের হাজীবাগ এলাকায় ‘এ আর হাসপাতাল’ ও হাসপাতাল ক্যাম্পাসের ‘রোজ কুইনস রেস্তোরায়’ এ অভিযান চালানো হয়।

অভিযানকালে অনুমোদনহীন ওই হাসপাতালকে বন্ধ করে দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।

দণ্ডিতদের মধ্যে হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা দুলাল ভূইয়া (৩৭), টেকনেশিয়ান মো. শামীম আলী (২১) ও হাসানুজ্জামানকে (২২) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. ওয়াসিমকে (২১) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রেবেকা সুলতানা বলেন, অনুমোদন সনদ ছাড়া এ আর হাসপাতাল পরিচালনা এবং একই ক্যাম্পাসে থাকা একই মালিকের রোজ কুইনস রেস্তোরাঁ অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালনার দায়ে ওই চারজনকে আটক করে সাজা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের মালিক ডা. আজিজুর রহমান পলাতক রয়েছেন বলে ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক জানান।