পুকুর ভরাটের দায়ে সোনারগাঁও পৌরসভাকে জরিমানা

পুকুর ভরাটের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 11:23 AM
Updated : 30 March 2015, 11:23 AM

সোমবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে পৌরসভার মেয়রকে তলব করে জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

এর আগে এ ব্যাপারে শুনানি করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতি জানানো হয়।

এছাড়া রূপগঞ্জের দুটি কাগজ কলকে ছয় লাখ টাকা জরিমানা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী গোড়া চান্দের পুকুরটি অবৈধভাবে বালু ফেলে ভরাট করার অপরাধে সোনারগাঁও পৌরসভার মেয়রকে ডেকে জরিমানা করা হয়েছে।